বিজ্ঞপ্তি
আগামী কাল, 15/07/2023 তারিখ প্রথম মেধা তালিকা প্রকাশিত হবে। এই তালিকায় নাম থাকা আবেদনকারীদের 15 তারিখ সকাল 8 টা থেকে 17 তারিখ রাত্রি 11 টা 30 মিনিটের মধ্যে পোর্টাল এর মাধ্যমে নির্দিষ্ট ফী জমা করে ভর্তি হতে হবে, নতুবা ওই বিষয়ের তালিকা থেকে তার নাম বাদ হয়ে যাবে। পরবর্তী মেধা তালিকা প্রকাশ ও ভর্তি পূর্ব ঘোষিত নোটিশ অনুযায়ী চলতে থাকবে- অধ্যক্ষ