Notice: মাননীয় রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী কলেজের অনার্স ও পাস কোর্সের শূন্য আসন গুলি পূরণ করার উদ্দেশ্যে পুনরায় ভর্তির পর্টাল চালু করা হলো। আগামী ০২/১২/২০২০ তারিখ থেকে ০৭/১২/২০২০ তারিখ পর্যন্ত বিনা মূল্যে Registration করতে হবে। তারপর মেধা তালিকা প্রকাশিত হবে। তালিকায় নাম থাকলে আবেদন কারীর কাছে মেসেজ যাবে। তখন অনলাইন এ ভর্তির ফি জমা দিয়ে ভর্তি হওয়া যাবে।