Activate Registered Mobile Number for 2nd, 4th & 6th Semester(UG) & 2nd, 4th Semester (PG) students, 2019-20
এতদ্বারা 2nd Semester, 4th Semester এবং 6th Semester এর B.A. / B.Sc. & Programme (UG) ও 2nd Semester, 4th Semester (PG) –এর ছাত্রীদের জানানো যাচ্ছে যে, “COVID-19” এর জন্য উদ্ভুত বর্তমান পরিস্থিতিতে মহাবিদ্যালয়ের Enrollment, Form Fillup এবং Examination-এর জন্য ছাত্রীদের Mobile Number আবশ্যক হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রত্যেক ছাত্রীদেরকে তাদের মহাবিদ্যালয় ও বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের Registered Mobile Number সচল রাখতে বলা হচ্ছে। যারা Mobile Number পরিবর্তন করতে চায় তারা অতি সত্বর মহাবিদ্যালয়ের নিজ নিজ Student User ID ও Password দিয়ে Log in করে নিজেদের Mobile Number পরিবর্তন করতে পারবে। অন্যথায় Enrollment, Form Fillup এবং Examination সংক্রান্ত প্রয়োজনীয় কোনো তথ্য তাদের কাছে না পৌঁছালে মহাবিদ্যালয় কর্তৃপক্ষ কোনওভাবেই দায়ী থাকবে না।
অধ্যক্ষ
বাঁকুড়া জিলা সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠ